বাবার হাতে ছেলের খুন হওয়ার অভিযোগ উঠলো মালবাজারের চা বাগানে। বৃহস্পতিবার মালবাজারের রাজা চা বাগানে ঘটনাটি ঘটে। মৃত সঞ্জিত কারোয়াকে(১৪) শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে বাবা মনোজ কারোয়ারের বিরুদ্ধে। অভিযুক্তকে বৃহস্পতিবার বিকালে মালবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে বাগানের চা গাছের নালায় ছেলের মৃতদেহ রেখে বাড়িতে এসেছিল মনোজ। স্বামীর কথার অসঙ্গতিতে স্ত্রী হীরামণি কারোয়া থানার খবর দেন। এরপরই পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং মনোজকে গ্রেফতার করে। পুলিশি জেরায় মনোজ জানায় ছেলে কথার অবাধ্য হয়ে ঘরের টাকা পয়সা চুরি করতে শুরু করেছিল। মোবাইল ফোনও চুরি করেছিল। ছেলেকে শাস্তি দিতে গিয়ে গলা টিপে ধরলে মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে খুনের মামলা রুজু হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।