শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার অসহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। সেই সঙ্গে মেয়রের অভিযোগ, পুরসভার কাজে হস্তক্ষেপ করছেন পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ইন্ডোর স্টেডিয়ামে স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে আয়োজিত শিলিগুড়ি পুরসভার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন তিনি। এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশকে রাজনৈতিক দলের মত ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মেয়র। যদিও তাঁর কোনও অভিযোগই ঠিক নয় বলে পাল্টা দাবি করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা।
এদিন মেয়র অভিযোগ করেন, শহরে পার্কিং এলাকার বাইরে টোটো, অটো, রিকশা সমস্ত পার্কিং করা হচ্ছে। তা সামলাতে পুলিশ কমিশনারকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তা সত্বেও উনি কোনওরকম পদক্ষেপ করার প্রয়োজন মনে করেননি। তিনি বলেন, ‘‘পুরসভাকে না জানিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেড়াচ্ছেন কমিশনার। পুরসভাকে রাস্তা সংস্কার করার পরামর্শ দিচ্ছেন, কোথায় আলো লাগাতে হবে তার নির্দেশ দিচ্ছেন। এটা পুলিশ কমিশনার বা মন্ত্রীর এক্তিয়ারেই পড়ে না।’’ টোটো নিয়ে জেলাশাসক ও পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগেই সাংবাদিক বৈঠক করে অশোকবাবু মিথ্যা কথা বলছেন বলে দাবি করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এদিন অবশ্য কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘‘অশোকবাবুর অবান্তর প্রশ্নের উত্তর আমাদের শহর স্তরের নেতারা দেবেন। দলের নান্টুবাবু, কৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করুন। আমি কোনও মন্তব্য করব না।’’
পুলিশ কমিশনার জানান, তাঁরা আইনের মধ্যে থেকেই যা পদক্ষেপ করার তা করেছেন। মেয়রের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘‘শিলিগুড়ি পুর এলাকায় কোনও আইন মানা হচ্ছে না। ভবন, মার্কেট কমপ্লেক্স, বাজার কোথাও পার্কিংয়ের জায়গা দিতে পারছে না পুরসভা। আর আমাদের উপরে দায় চাপাচ্ছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।’’
এদিন কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মত আদান-প্রদানের একটি অনুষ্ঠান করে শিলিগুড়ি পুরসভা। তাতে উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ শঙ্কর ঘোষ, কমল অগ্রবাল, পরিমল মিত্র, তৃণমূলের কাউন্সিলর চন্দ্রাণী মণ্ডল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জানান, স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়া সচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ নিয়ে ব্যবসায় উৎসাহ দেন তিনি।