দলের কর্মসূচিতে সরকারি গাড়িতে, বিতর্কে চেয়ারম্যান

পুলিশি উদাসীনতা ও তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার দ্বারস্থ হল দার্জিলিং জেলা সিপিএম। আর সেই কর্মসূচিতে সরকারি গাড়ি চড়ে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান সিপিএমের দিলীপ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০২:০৪
Share:

পুলিশি উদাসীনতা ও তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার দ্বারস্থ হল দার্জিলিং জেলা সিপিএম। আর সেই কর্মসূচিতে সরকারি গাড়ি চড়ে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান সিপিএমের দিলীপ সিংহ। সোমবার দুপুরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে দলের পক্ষ থেকে স্মারকলিপি দেন জেলা সম্পাদক জীবেশ সরকারের নেতৃত্বে সিপিএমের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দিলীপ সিংহ ও মেয়র পারিষদ নুরুল ইসলামও। দলীয় কর্মসূচিতে পুরসভার চেয়ারম্যানের কীভাবে সরকারি গাড়ি নিয়ে যান তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল।

Advertisement

চেয়ারম্যান এই প্রসঙ্গে অবশ্য বলেন, ‘‘দলীয় কর্মসূচি আগে থেকে জানা ছিল না। আমি পুরসভাতেই যাচ্ছিলাম। হঠাৎ ফোনে জানানোয় আমি রাস্তা থেকেই সেখানে চলে যাই।’’ এর পরে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘তাহলে আমি কী হেঁটে যাব?’’ চেয়ারম্যান তাড়াহুড়োর কথা জানালেও মেয়র অশোক ভট্টাচার্য অবশ্য দাবি করেন, চেয়ারম্যান কেন যে কোনও মেয়র পারিষদ পুরসভার গাড়ি নিয়ে যেখানে খুশি যেতেই পারে। অশোকবাবুর দাবি, ‘‘শুধু নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়া ছাড়া ২৪ ঘন্টাই সরকারি গাড়ি নিয়ে সমস্ত জায়গায় যাওয়া যায়। তা দলীয় কর্মসূচিও হতে পারে।’’

যদিও মেয়র ও চেয়ারম্যানকে কটাক্ষ করেছেন পুরসভার বিরোধী দলনেতা নান্টুবাবু। তাঁর দাবি, ‘‘বামফ্রন্টের নেতারা মাঝে মধ্যেই অন্যদের সৌজন্য ও এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। ওঁদের আগে এক্তিয়ার এবং সৌজন্য শেখা দরকার। সরকারি গাড়ি নিয়ে দলীয় কর্মসূচিতে না যাওয়াই উচিত বলে আমরা মনে করছি।’’ এদিন বিরোধী দলনেতা বলেন, ‘‘বিরোধী দলনেতা হিসেবে আমার গাড়ি পাওয়ার কথা। গাড়ির জন্য চিঠি দিলেও দু’মাস কেটে গেলেও গাড়ি দেওয়া হয়নি। এই নিয়ে মেয়রের দাবি, ‘‘বিরোধী দলনেতার গাড়ি তৈরি রয়েছে। যে কোনও সময় নিতে পারেন।’’

Advertisement

এদিন স্মারকলিপি দিয়ে সিপিএম জেলা সম্পাদক জীবেশবাবু অভিযোগ করেন, গত ১২ জুলাই চম্পাসারিতে দলীয় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় তৃণমূলের কয়েকজন বামফ্রন্টের কর্মীদের মারধর করে। তিনি বলেন, ‘‘প্রধাননগর থানার পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। পরে অভিযোগ নিলেও কোনও গুরুত্ব দেয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement