ডন বস্কোয় অনুষ্ঠান

ডন বস্কো অ্যালুমনি অ্যাসোসিয়েশন আয়োজিত অভিভাবকদের ক্রীড়া অনুষ্ঠিত হল। রবিবার শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় ডন বস্কো স্কুল প্রাঙ্গনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানান অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষে মনোজ কিথানিয়া।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:৪৭
Share:

ডন বস্কোর অনুষ্ঠানে অভিভাবকেরা মেতেছেন খেলায়। —নিজস্ব চিত্র।

ডন বস্কো অ্যালুমনি অ্যাসোসিয়েশন আয়োজিত অভিভাবকদের ক্রীড়া অনুষ্ঠিত হল। রবিবার শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় ডন বস্কো স্কুল প্রাঙ্গনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানান অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষে মনোজ কিথানিয়া। তিনি বলেন, ‘‘স্কুলের প্রতি অভিভাবকদের বেশি করে মমত্ববোধ তৈরি করতে এই ধরণের অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ভি টি জোস। ফুটবল, পাসিং দ্য বল, টাগ অব ওয়ার, বাস্কেটবলের মত খেলার আয়োজন করা হয়েছিল। তাতে বাবা ও মায়েরাও অংশ নেন বলে জানান অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষে সম্রাট সান্যাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement