তৃণমূলকে হারাতে পাহাড়ে মোর্চাকে সমর্থন করার কথা জানিয়েছে সিপিএম। এ বার পাহাড়ের মোর্চা-বিরোধী জিএনএলএফের সমর্থন চাইল তৃণমূল।
দলের সভাপতি মন ঘিসিঙ্গের সঙ্গে দেখা করে সমর্থন চাইলেন তৃণমূলের পাহাড় কমিটির নেতারা। জিএনএলএফের তরফে অবশ্য এখনও তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আগামী রবিবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। এখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। জিএনএলএফের মহেন্দ্র ছেত্রী বলেন, ‘‘আগামী রবিবার দলের বৈঠক রয়েছে। সেখানেই ভোট সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
গত লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানিয়েছিল জিএনএলএফ। যদিও, এবারে দলের নেতাদের একাংশ চাইছেন তিন আসনে নিজেদের প্রার্থী থাক। ওই নেতাদের যুক্তি, লোকসভায় দলের প্রার্থী ছিল না, বিধানসভাতেও যদি প্রার্থী না থাকে তবে নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখা সম্ভব হবে না। প্রতিবার দলের কর্মী-সমর্থকরা অন্য প্রতীকে ভোট দিক, এমনটা চাইছেন না এই নেতারা। যদিও, দলের অন্য একটি অংশের দাবি, মোর্চাকে রুখতে তৃণমূলকে সমর্থন করাই রাজনৈতিক কৌশল। মোর্চা দুর্বল হলে পাহাড়ে তৃণমূল নয়, জিএনএলএফই বেশি লাভবান হবে।
তৃণমূলের পাহাড় কমিটির সাধারণ সম্পাদক এন বি খাওয়াস বলেন, ‘‘দলের তরফে আনুষ্ঠানিক ভাবে জিএনএলএফের সমর্থন চাওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং তিন আসনেই আমরা সমর্থন চেয়েছি। আমরা আশাবাদী।’’