উত্তরের ১০ খেলোয়াড়কে বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ সম্মান

এ বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি ব্লু’ সম্মান দেওয়া হচ্ছে ৮ জন খো খো খেলোয়াড়কে। তাদের একাংশ উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার বাসিন্দা। গত ডিসেম্বরে আন্তঃ বিশ্ববিদ্যালয় ইস্টজোন খো খো প্রতিযোগিতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ওই খেলোয়াড়রা। তাঁরা রানার্স হন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বছর খো খো তে ব্লু পাচ্ছেন তরুণ সরকার, জাহানূর হক, পূজন সরকার, সঞ্জিত রায় সিংহ, শুভম সাহা, রনি সাহা, অভিষেক রায় এবং মনোজ সরকার। আগামী ২১ অগস্ট বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের ‘ব্লু’ দেওয়া হচ্ছে।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০২:২৬
Share:

এ বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি ব্লু’ সম্মান দেওয়া হচ্ছে ৮ জন খো খো খেলোয়াড়কে। তাদের একাংশ উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার বাসিন্দা। গত ডিসেম্বরে আন্তঃ বিশ্ববিদ্যালয় ইস্টজোন খো খো প্রতিযোগিতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ওই খেলোয়াড়রা। তাঁরা রানার্স হন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বছর খো খো তে ব্লু পাচ্ছেন তরুণ সরকার, জাহানূর হক, পূজন সরকার, সঞ্জিত রায় সিংহ, শুভম সাহা, রনি সাহা, অভিষেক রায় এবং মনোজ সরকার। আগামী ২১ অগস্ট বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের ‘ব্লু’ দেওয়া হচ্ছে।

Advertisement

ওই আট জন খো খো খেলোয়াড় ছাড়াও দুই জন টেবল টেনিস খেলোয়াড়কে এ বছর ব্লু দেওয়া হচ্ছে। তাঁরা হলেন অঙ্কিতা মিত্র এবং অনুষ্কা দত্ত। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান মানস চক্রবর্তী বলেন, ‘‘৮ জন খো খো খেলোয়াড়কে এ বছর ব্লু সম্মান দেওয়া হচ্ছে। সারা ভারত আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটি প্রতিযোগিতায় সেরা হওয়ার সুবাদে ওই দলের এই দুই সদস্যও ব্লু পাচ্ছেন। দলের বাকি সদস্যরা আগেই ব্লু পেয়েছেন।’’ এ বছর ‘ব্লু’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা প্রাক্তন ফুটবল তারকা তথা কোচ সুব্রত ভট্টাচার্য এবং ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদারের। তাঁদের হাত দিয়েই ‘ইউনিভার্সিটি ব্লু’ সম্মান তুলে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রেই খবর, গত ডিসেম্বরে দ্বারভাঙাতে ইস্টজোন খো খো প্রতিয়োগিতা হয়। সেখানে সেমিফাইনালে ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দল। খেলার প্রথম অর্ধে ৮-৯ পয়েন্টে এগিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধে ৯-৯ পয়েন্ট হওয়ার পর খেলা পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দল তুলে নেয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পরে বিবিএস পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়কে তারা ১ ইনিংস ৩ পয়েন্টে হারিয়ে রানার্স হয়। সেই সুবাদে ওই দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের তরফে ব্লু দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে খো খো খেলোয়াড় হিসাবে কাউকে ব্লু সম্মান এর আগেও দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ জন গত ডিসেম্বরে আন্তঃ বিশ্ববিদ্যালয় ইস্ট জোন প্রতিযোগিতাতে অংশও নেন। বাকি ৮ জনকে এ বার ব্লু সম্মান দেওয়া হচ্ছে।

Advertisement

খেলাধুলোয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান পেয়ে উচ্ছ্বসিত প্রত্যন্ত এলাকার বাসিন্দা সঞ্জিত সিংহ রায়, তরুণ সরকার, জাহানূর হক, পূজন সরকাররা। পূজন কোচবিহার কলেজের প্রথমবর্ষের ছাত্র। জাহানূর ওই কলেজেই ইতিহাসের অনার্সের ছাত্র। সঞ্জিত কোচবিহার কলেজ থেকে পাশ করে জলপাইগুড়ির এসি কলেজ থেকে বিপিএড পড়েছেন। তরুণ দিনহাটার ওকরাবাড়ি কলেজে শরীর শিক্ষার ছাত্র। অভিষেক, রনি, মনোজ শিলিগুড়ি কলেজের ছাত্র। শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্র শুভম সাহা। আন্তঃ কলেজ প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় দল গড়ার নির্বাচনী শিবিরে ডাক পেয়েছিলেন। সেখান থেকেই দলে সুয়োগ পান। অন্য দিকে গত বছর অক্টোবরে সারা ভারত আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটি’তে ফাইনালে চেন্নাই বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিয়েছিল অঙ্কিতা, অনুষ্কারা। চেন্নাই এসআরএম বিশ্ববিদ্যালয়ে খেলাটি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement