Fire in Kolkata

জোকায় ডায়মন্ড হারবার রোডের ধারে ঝুপড়িতে আগুন, পুড়ল ঘর, দমকলকর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডায়মন্ড হারবার রোডের ধারে ঝুপড়িতে আগুন লাগায় আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেশ কয়েক বার বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, সিলিন্ডার ফেটে ওই শব্দ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮
Share:

বৃহস্পতিবার সন্ধ্যায় জোকার কাছে একটি ঝুপড়িতে আগুন লাগে। ছবি: সংগৃহীত।

পশ্চিম কলকাতায় জোকার কাছে ডায়মন্ড হারবার রোডের ধারে ঝুপড়িতে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঝুপড়িতে আগুন ধরতে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীদের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। শুরুতে দু’টি ঝুপড়িতে আগুন লাগে। ঝুপড়িগুলি দরমা দিয়ে তৈরি বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি ঝুপড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দু’টি ঝুপড়ি আগুনে পুড়ে যায়। আতঙ্ক ছড়ায় আশপাশের ঝুপড়িগুলিতেও। এর মধ্যে অনেকগুলিতেই দুর্ঘটনার সময় মানুষ ছিলেন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। যদিও এ দিন সন্ধ্যার আগুন লাগার ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি।

কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুনের ভিতর থেকে তাঁরা বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকতে পারে। যদিও দমকলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement