অভিযুক্তকে বরাত দেওয়ার চেষ্টা, নালিশ

এসজেডিএ’র দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত এক ঠিকাদারকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রকল্পের কাজের বরাত পাইয়ে দিতে একাংশ সক্রিয় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বেশ কিছু রাস্তার কাজের দরপত্র করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০০:৩২
Share:

এসজেডিএ’র দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত এক ঠিকাদারকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রকল্পের কাজের বরাত পাইয়ে দিতে একাংশ সক্রিয় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বেশ কিছু রাস্তার কাজের দরপত্র করা হয়।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, ‘ম্যাকিনটস বার্ন’ নামে একটি সরকারি সংস্থা-ই একাংশ কাজের বরাত পায়। বাস্তবে, তারা ফের টেন্ডার করে স্থানীয় ছোট সংস্থাগুলিকে দিয়ে কাজ করিয়ে থাকে। অভিযোগ, সেই হিসাবে ওই ঠিকাদারকে দিয়ে রাজা রামমোহন রায় রোডের রাস্তাটি করানোর কথা ঠিক হয়। লোকসভা নির্বাচন ঘোষণা হলে কাজ আটকে যাবে দেখে তড়িঘড়ি সেই প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপরতা দেখা যায়। ঠিকাদারদের একাংশের অভিযোগ, তাঁরা জেনেছেন ওই ঠিকাদারকে মৌখিকভাবে জানানো হয়েছিল কাজ শুরু করতে। সেই মতো পরে তাঁর নামে ওয়ার্ক ওর্ডার করে দেওয়ার কথা। লোকজন নিয়ে ওই ঠিকাদারও একদিন সকালে কাজ শুরু করতে যান। তা দেখে অন্য ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে গিয়ে বিষয়টি বাস্তুকারদের জানান। কী করে অভিযুক্ত এক জন ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ঠিক তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। ঠিক হয় তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও বলবেন। ওই দিনই পরে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে ওই কাজের ওয়ার্ক অর্ডার আর দেওয়া হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “যে সংস্থা বরাত পেয়েছে তাদের পক্ষে কাকে কাজ দেওয়া হয়েছে তা জানা নেই। খোঁজ নিচ্ছি। তবে কোন ভাবেই ওই ঠিকাদার কাজ করতে পারবে না।”

ম্যাকিনটস বার্ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার সাগরময় দাশগুপ্ত জানান, এখনও পর্যন্ত কাউকে ওই কাজ দেওয়া হয়নি। নির্বাচনের পরেই কাজ দেওয়া হবে। ওই অভিযুক্ত ঠিকাদার কাজ পেয়েছেন বলে যাঁরা বলছেন তাঁরা ঠিক কথা বলছেন না। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব মনোজ অগ্রবাল দাবি করেন, “কাউকে এখনও কাজ দেওয়া হয়নি। মূল যে সংস্থা কাজ পেয়েছে, তারা সেটা পদ্ধতি মেনে ঠিক করবে। নির্বাচনের পর ওই কাজ হবে।”

Advertisement

উত্তববঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, বিধান রোডের সংযোগ থেকে চয়নপাড়া পর্যন্ত অন্তত ২ কিলোমিটার ওই রাস্তা ২ কোটি ৭৩ লক্ষ টাকা খরচে সংস্কারের দরপত্র দেওয়া হয়েছে। সেই মতো ম্যাকিনটস বার্ন সংস্থা কাজটি করছে। গত ২৬ ফেব্রুয়ার বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন প্রকল্পের সঙ্গে ওই কাজেরও শিলান্যাস করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement