Malda Worker's Death

মালদহের সেই চৌদুয়ার গ্রাম থেকে মিজ়োরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু আরও এক শ্রমিকের

মালদহের পুকুরিয়ার চৌদুয়ার গ্রাম থেকে মিজ়োরামে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক জনের। ছ’মাস আগে মিজোরামে কাজে গিয়ে একই ভাবে মৃত্যু হয়েছিল এই গ্রামেরই ১১ জন শ্রমিকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬
Share:

— প্রতীকী চিত্র।

পেটের দায়ে মিজ়োরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের বাসিন্দা এক শ্রমিকের। গুরুতর আহত আরও এক শ্রমিক। তিনিও মালদহেরই বাসিন্দা। কিছু দিন আগে পুকুরিয়ার চৌদুয়ার গ্রামের ১১ জনের মৃত্যু হয়েছিল মিজ়োরামে কাজে গিয়ে। এ বার প্রাণ গেল আরও এক জনের।

Advertisement

মালদহের পুকুরিয়া থানার অন্তর্গত চৌদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এই ঘটনায় চৌদুয়ারের ঠিক পাশের গ্রাম, লক্ষ্মীঘাটের বাসিন্দা আরও এক শ্রমিক মাসিদুর রহমানও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, ছ’মাস আগে এই মিজ়োরামেই কাজ করতে গিয়ে দুর্ঘটনায় চৌদুয়ার গ্রামের ১১জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে এসেছিলেন রাজ্যপালও। আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হল প্রায় একই ভাবে।

Advertisement

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, এই রাজ্যে কোনও কাজ নেই, কলকারখানা নেই। আর সেই কারণেই ভিন্‌রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে এখানকার মানুষজনকে। আর সেখানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন তাঁরা।

পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্রের মোদী সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। সেই কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছেন। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বলেও অভিযোগ তৃণমূলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement