হাসপাতালে মৃতার পরিজনরা। —নিজস্ব চিত্র
দাবি মতো পণ না মেটানোয় গৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়। গৃহবধূর নাম রিম্পা পারভীন (২৩)। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বংশিহারি থানার শ্রীরামপুরের রিম্পার সঙ্গে বিয়ে হয় তপনের রাঙ্গামাটি এলাকার যুবক রশিদ সরকারের। রিম্পার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকে টাকা ও অন্যান্য জিনিসের দাবিতে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত রশিদ। রবিবার রাতে বিবাদ চরমে পৌঁছলে রশিদ ও তাঁর বাড়ির লোকজন মিলে রিম্পার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
রাতেই তাঁকে বালুঘাট জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোমবার তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। তপন থানার পুলিশ জানিয়েছে, ফেরার অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন: ব্ল্যাকমেল, দর কষাকষিতে লাভ নেই, নাম না করে শুভেন্দু-বার্তা নেত্রীর