প্রতীকী চিত্র
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো কর্মীদের মূলস্রোতে ফেরানোর নির্দেশ দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, ২ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভায় ওই নির্দেশের প্রেক্ষিতে মালদহ জেলার সমস্ত ব্লকের দলীয় সভাপতি ও বিধায়কদের পুরনো কর্মীর তালিকা তৈরি করতে বললেন সভাপতি মৌসম নুর। দ্রুত সেই তালিকা দলের জেলা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, মান-অভিমান করে বসে আছে এমন বিশেষ কয়েক জন প্রবীণ ও নিষ্ক্রিয় কর্মীকে মূলস্রোতে ফেরাতে তাঁদের বাড়িও যাবেন মৌসম। পাশাপাশি, দলের নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’-এ সেই সব প্রবীণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে ১৫ মার্চ। আজ শনিবার থেকে রাজ্যের অন্য জেলার সঙ্গে এই জেলাতেও শুরু হচ্ছে দলের নতুন এই কর্মসূচি।
গত ২ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দিদিকে বলো’-র পরে নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’ সূচনা করে তৃণমূল। সেই উপলক্ষে দলের জেলা, ব্লক ও শহরের নেতৃত্ব এবং দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে একটি কর্মিসভা হয়েছিল। সেই কর্মিসভায় তৃণমূল নেত্রী তিনি বলেন, ‘‘দলের পুরনো কর্মী, অভিমান করে যাঁরা বসে আছেন তাদের দলে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাঁদের মর্যাদা দিতে হবে।’’
জেলা তৃণমূল সভাপতি মৌসম বলেন, ‘‘দলের পুরনো কর্মীদের ফের মূলস্রোতে ফেরানোর ডাক দিয়েছেন দলনেত্রী। সেই নির্দেশ পেয়ে আমরা জেলার সমস্ত পুরনো প্রবীণ ও নিষ্ক্রিয় কর্মীদের দলের মূলস্রোতে ফেরানোর কাজ শুরু করেছি। দলের এক জন সৈনিকের স্বীকৃতিস্বরূপ সেই পুরনো কর্মীদের আমরা সংবর্ধিতও করব।’’
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলার ১৫টি ব্লক ও দু’টি শহর মিলিয়ে মোট কত কর্মী অভিমান করে বসে রয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে আছেন সেই সম্পর্কিত কোনও তথ্য দলের কাছে নেই। সেই পুরনো ও নিষ্ক্রিয় দলীয় কর্মীদের তথ্য পেতে ব্লকগুলির দলীয় সভাপতি ও বিধায়কদের দ্রুত তালিকা তৈরি করে দলের জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি মৌসম।
দলীয় সূত্রে খবর, ওই তালিকা পেলেই দলের জেলা নেতৃত্ব পালা করে সেই কর্মীদের বাড়ি বাড়ি যাবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে দলে ফিরিয়ে আনতে উদ্যোগী হবেন। শুধু তাই নয়, দলের জেলা সভাপতি মৌসম বিশেষ গুরুত্বপূর্ণ ও প্রবীণ এবং নিষ্ক্রিয় দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে তাদের দলের মূলস্রোতে ফেরাবেন।
এ দিকে, দলের তরফে আজ শনিবার থেকে শুরু ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অঙ্গ হিসেবে ১৫ মার্চ জেলার ওই প্রবীণ কর্মীদের মর্যাদা দিয়ে সংবর্ধিত করা হবে দলের তরফে।