West Bengal Lockdown

সীমান্ত পরিদর্শন ও বৈঠক ডিজির

সোমবার দুপুরে মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিকেলে হেলিকপ্টারে মালদহে পৌঁছন ডিজি ও রাজ্যের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০৩:২৮
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যেই মালদহে সীমান্ত পরিস্থিতি সোমবার খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। এ দিন বিকেলে তাঁরা মালদহের মহদিপুরে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যান। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ডিজি বীরেন্দ্র বলেন, ‘‘সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। মালদহের সীমান্ত পরিস্থিতি ভাল।’’ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই দুই সরকারি আধিকারিক উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন।

Advertisement

সোমবার দুপুরে মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিকেলে হেলিকপ্টারে মালদহে পৌঁছন ডিজি ও রাজ্যের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা। মালদহ বিমানবন্দর থেকে সড়কপথে তাঁরা যান মহদিপুরে। রাজ্য পুলিশের মালদহ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার অলোক রাজোরিয়াকে সঙ্গে নিয়ে সীমান্তের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে মহদিপুর বিএসএফ ক্যাম্পে ওই বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ডিজি বলেন, ‘‘এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement