ভোটের টুকিটাকি

বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অনেক এলাকায় তাদের বুথ কমিটিও নেই। তবু শিলিগুড়ি মহকুমার আসনগুলির একাংশে ভাল ফল আশা করছে বলে দাবি করল বিজেপি নেতৃত্ব। সোমবার বিজেপি’র শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী গীতা চট্টোপাধ্যায়, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের আনন্দময় বর্মন মনোনয়ন জমা করেন।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০২:১০
Share:

মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের

Advertisement

বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অনেক এলাকায় তাদের বুথ কমিটিও নেই। তবু শিলিগুড়ি মহকুমার আসনগুলির একাংশে ভাল ফল আশা করছে বলে দাবি করল বিজেপি নেতৃত্ব। সোমবার বিজেপি’র শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী গীতা চট্টোপাধ্যায়, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের আনন্দময় বর্মন মনোনয়ন জমা করেন। ফাঁসিদেওয়া-খড়িবাড়ি কেন্দ্রে তাঁদের প্রার্থী দুর্গা মূর্মূ মনোনয়ন দিতে গেলেও কিছু নথি না-থাকায় জমা করতে পারেননি। তাঁদের সঙ্গে ছিলেন জেলা সভাপতি অরূণ প্রসাদ সরকার। দলের প্রাথীদের মনোনয়নের সময় বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার থাকার কথা হলেও জরুরি কাজে তাঁকে দিল্লি চলে যেতে হওয়ায় তিনি থাকতে পারেননি। হিলকার্ট রোড়ে দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের রওনা করিয়ে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন।

Advertisement

করণদিঘিতে নির্দল প্রার্থী

দলের উত্তর দিনাজপুর জেলা নেতাদের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বামফ্রন্টের সঙ্গে জোটের বিরোধিতা করে করণদিঘি বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলা পরিষদের কংগ্রেস সদস্য শেখ সামসুল। সোমবার দুপুরে সামসুলবাবু রায়গঞ্জের কর্ণজোড়ায় গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সহকারী সভাপতি বিজন সরকার-সহ কয়েকজন নেতা। সামসুলবাবুর দাবি, প্রায় দেড়বছর আগে দলের জেলা নেতারা বৈঠক করে তাঁকে করণদিঘি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু ়জোটের জন্য তাঁকে প্রার্থী করা হয়নি বলে তাঁর অভিযোগ।

সৌজন্য বিনিময়

মনোনয়নপত্র গত বৃহস্পতিবার পেশ করেছিলেন তপন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাচ্চু হাঁসদা। সোমবার বালুরঘাটের প্রশাসনিক ভবনে মনোনয়ন কক্ষে বাচ্চুবাবু হাজির হতেই মুখোমুখি দেখা তপনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কুজুরের সঙ্গে। কৃষ্ণবাবু মনোনয়ন পেশ করতে সেসময় হাজির ছিলেন। তাঁর হাতে হাত মেলালেন বাচ্চুবাবু। উপস্থিত বামেরা কটাক্ষ করতেও ছাড়লেন না বিজেপি প্রার্থীর সঙ্গে সখ্যতা নিয়ে। বাচ্চুবাবু অবশ্য বলেন, ‘‘নির্বাচনী এজেন্ট সংক্রান্ত বিষয়ে ওই কক্ষে গিয়েছিলাম।’’ কৃষ্ণবাবু পরিচিত হওয়ায় এই সৌজন্য বিনিময় বলে জানান তিনি।

মিছিলে যানজট

মনোনয়ন পেশের মিছিলের জেরে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ হয়ে থাকল ৩১ নম্বর জাতীয় সড়ক। সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুর খহরের কাছে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ-প্রশাসনের সামনে কী ভাবে এত দীর্ঘ সময় রাস্তা আটকে মিছিল হল সেই প্রশ্ন ক্ষুব্ধ নিত্যাযাত্রীদের। মিছিলের কারণে যানজটের বিষয়টি স্বীকার করেছেন পুলিশ কর্তারাও। পুলিশ জানিয়েছে, মিছিলে লোক বেশি হওয়ায় রাস্তায় যানজট হয়। কিন্তু, কেন যানজট সামাল দেওয়া গেলনা, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

আসবেন অমিত

বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে উত্তর দিনাজপুরের ইসলামপুরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার ইসলামপুরের বিজেপির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানালেন বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি নির্মল দাম। এদিন বিজেপির ৪টি বিধাসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমার জন্য ইসলামপুরের একটি মিছিলে যোগ নিতে এসেছিলেন নির্মলবাবু। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল ইসলামপুরে আসবেন অমিত শাহ। তবে কোথায় জনসভা হবে তা এখনও জানাননি নির্মলবাবু।

টার্গেটে উদয়ন

উদয়ন গুহকে টার্গেট করেই প্রচারে জোর দিচ্ছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শচীন্দ্রনাথ অধিকারী। সোমবার কোচবিহার জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি বলেন, “উদয়নবাবু একসময় বাম দলে ছিলেন।

এখন শাসক দলে। দিনহাটার জন্য কিছুই করেননি। সে কথাই তুলে ধরছি।” তৃণমূলের দাবি দিনহাটায় কোনও ছাপ ফেলতে পারবে না বিজেপি।

চায়ের পেয়ালা

কাছাকাছি আনল চায়ের পেয়ালা। সঙ্গে হাসি ও কুশল বিনিময়ও হয়। সোমবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রতিদ্বন্দ্বী সিপিএমের প্রার্থী রফিকুল ইসলামের পাশে বসে চা খেলেন। এ দিন জেলার ৬টি আসনেই বিরোধী জোটের বামপ্রার্থীরা মনোনয়ন পেশ করেন। বিপ্লববাবুও এ দিন মনোনয়ন পেশ করেন।

বন্ধুত্বপূর্ণ লড়াই

গঙ্গারামপুর (এসসি) কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রার্থী হচ্ছেন গৌতম দাস। যদিও এই কেন্দ্রে সিপিএমের তরফে নন্দলাল হাজরাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি আজই জমা দিয়েছেন মনোনয়নপত্র। আগামিকাল গৌতমবাবুর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement