বন্দিদের টিকা দেওয়া হচ্ছে নিজস্ব চিত্র
মঙ্গলবার থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের টিকা দেওয়া শুরু হল। সংশোধনাগারে মোট ৬৮৯ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে প্রথম দিনে ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তী দিনগুলিতে টিকা দেওয়া হবে।
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর বলেন, আবাসিকদের টিকা দেওয়া শুরু হয়েছে।
জেল সুপার আরও জানান, কোভিড পরিস্থিতির কারণে সরকারি নির্দেশে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ৮১ জন আবাসিককে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। ৭৫ জন আবাসিক প্যারোলে মুক্তি পেয়েছেন। আরও ৬ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।