দূষিত জলেই দেখা দিচ্ছে ডায়েরিয়া, সন্দেহ তপনে

ডায়েরিয়ার প্রকোপ লেগেই রয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুরের চকভগীরথে। ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে শুক্রবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই এলাকার ভাগ্নেপাড়ার বাসিন্দা সরকার মার্ডির (৫৫) মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০২:০৭
Share:

ডায়েরিয়ার প্রকোপ লেগেই রয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুরের চকভগীরথে। ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে শুক্রবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই এলাকার ভাগ্নেপাড়ার বাসিন্দা সরকার মার্ডির (৫৫) মৃত্যু হয়েছে। দুপুরে তাঁর স্ত্রী সুমিদেবীকে অসুস্থ অবস্থায় তপন গ্রামীণ হাসপাতাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার ভাগ্নেপাড়া, শিবিরপুর এবং জবেটোলা মিলিয়ে ১৬ জন তপন হাসপাতালে ভর্তি।

Advertisement

গত বুধবার থেকে ওই এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে ফের তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘ডায়েরিয়ায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দু’দিন আগে বালুরঘাট হাসপাতাল থেকে মালদহের মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছিল।’’ নলকূপের দূষিত পানীয় জল থেকে এলাকায় ডায়েরিয়া ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে স্বাস্থ্য বিভাগ মনে করছে।

Advertisement

বর্ষার সময় চাষের জমির কীটনাশক ও রাসায়নিক সার জলে মিশে গিয়ে বাসিন্দারা পেটের বিভিন্ন অসুখে আক্রান্ত হন। সুকুমারবাবু জানান, নলকূপের পাড় বাঁধানো না থাকায় দূষিত জল ঢুকে বিপত্তি ছড়িয়েছে। তিনি বলেন, ‘‘এলাকায় মেডিক্যাল টিম ছাড়াও স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন। ডেপুটি সিএমওএইচকে এলাকায় যেতে বলেছি।’’ ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ার ভয়ে গত দু’দিন থেকে অভিভাবকেরা এলাকার চকভগীরথ প্রাথমিক স্কুলে কচিকাঁচাদের পাঠাচ্ছেন না। এ দিন পঞ্চায়েত থেকে পানীয় জলের ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হয়।

নতুন একটি নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাগুলিতে স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওআরএস বিলি করছেন। স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক পান্ডে বলেন, ‘‘এলাকার পানীয় জলের নলকূপটির পাড় বাঁধানো নেই। সেখানে নোংরা জল কাদা সবসময় জমা হয়ে থাকে।’’ পঞ্চায়েত থেকে ওই নলকূপটি বাতিল করে নতুন মার্ক টু নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement