Udayan-Nishith

‘চাকরির নামে প্রচুর টাকা নিয়েছেন’! ‘ধেড়ে ইঁদুর’ বলে নিশীথের বিরুদ্ধে অভিযোগ উদয়নের

শুক্রবার দিনহাটায় তৃণমূলের একটি সভা ছিল। সেই সভামঞ্চ থেকে নিশীথকে একাধিক বার আক্রমণ করেছেন উদয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ২৩:১১
Share:

নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। নিজস্ব ছবি।

চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। এ বার একই অভিযোগের তিরে বিদ্ধ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, কোচবিহারে চাকরির নামে সব চেয়ে বেশি কেউ যদি টাকা তুলে থাকেন, তিনি হলেন নিশীথ। কেন্দ্রীয় মন্ত্রীকে ‘ধেড়ে ইঁদুর’ বলেও কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদয়নের এই মন্তব্য নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিও।

Advertisement

শুক্রবার দিনহাটায় তৃণমূলের একটি সভা ছিল। সেই সভামঞ্চ থেকে নিশীথকে একাধিক বার আক্রমণ করেছেন উদয়ন। কেন্দ্রীয় মন্ত্রী নিজের বা়ড়িতে সমাজবিরোধীদের ‘আশ্রয়’ দেন বলেও অভিযোগ করেছেন উদয়ন। সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘‘কলকাতা হাই কোর্টে নাকি ধেড়ে ইঁদুর ধরার জন্য ইঁদুরের কল বসানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, পারবেন সেই ধেরে ইঁদুর ধরতে যিনি কোচবিহারে চাকরি নামে সব চেয়ে বেশি টাকা নিয়েছেন? সেই ধেড়ে ইঁদুর দিল্লি গিয়ে গুজরাতি পেট মোটা গণেশের পায়ের কাছে আশ্রয় নিয়েছেন এখন। ওই ধেড়ে ইঁদুর সোনার দোকানেও ডাকাতি করেছেন। বর্তমানে উনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন!’’

উদয়নের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘আমরা জানি, কে ধেড়ে ইঁদুর আর আগামী দিনে কে ধরা পড়বেন! তৃণমূলের অনেক মন্ত্রী জেলে রয়েছেন, অনেক মন্ত্রীর এখনও জেলে যাওয়া বাকি। ইডি-সিবিআই ধীরে ধীরে জাল গোটাতে শুরু করেছে। সেই জালে অনেক রাঘববোয়াল ধরা পড়বেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement