TMC

TMC: রবীন্দ্রনাথ বাড়িতে কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম, দূরত্ব কমার ইঙ্গিত

কোচবিহার জেলার রাজনীতিতে রবীন্দ্রনাথের এর হাত ধরেই উত্থান পার্থপ্রতিমের। পরস্পরকে সম্বোধন করতেন কাকা-ভাইপো বলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২৩:০৬
Share:

রবীন্দ্রনাথের বাড়িতে পার্থপ্রতিম। নিজস্ব চিত্র।

‘কাকার’ মন ভাঙতে রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গেলেন ‘ভাইপো’ পার্থপ্রতিম রায়। প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথের বাড়ি গিয়ে দীর্ঘ সময় তাঁর সঙ্গে বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূলের নয়া সভাপতি পার্থপ্রতিম।

কোচবিহার জেলার রাজনীতিতে রবীন্দ্রনাথের এর হাত ধরেই উত্থান পার্থপ্রতিমের। পরস্পরকে সম্বোধন করতেন কাকা-ভাইপো বলে। সে সময় দু’জনের ঘনিষ্ঠতা থাকলেও রাজনৈতিক বিভিন্ন কারণে দূরত্ব বেড়েছিল কিছু দিন আগেই। বহু বার প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে দেখে গিয়েছে ‘ভাইপো’কে। দীর্ঘদিন এক মঞ্চেও দেখা যায়নি তাঁদের দু’জনকে।

Advertisement

তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব ফিরে পাওয়ার পরে এ বার পার্থপ্রতিম সেই দূরত্ব কমাতে সক্রিয় হলেন। মঙ্গলবার ফের কাকার বাড়িতে হাজির হয়েছিল রীতিমতো দীর্ঘক্ষন সময় কাটালেন রবীন্দ্রনাথ ঘোষ এর সঙ্গে। দুজনে করলেন দীর্ঘ আলোচনা। পার্থপ্রতিম দেখা করলেন রবীন্দ্রনাথের পরিবারের লোকেদের সঙ্গেও। রাজনৈতিক মহলের ধারণা, ফের দু’জনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, এ বার কোচবিহারে পুরভোটে জয়ী হয়েছেন রবীন্দ্রনাথ।

পার্থপ্রতিম রায় বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আমার কাকা-ভাইপোর সম্পর্ক দীর্ঘদিনের। দু’জনের মধ্যে মতের পার্থক্য তৈরি হলেও মনের পার্থক্য কোনওদিন তৈরি হয়নি। মনের পার্থক্য তৈরি না হলে যে কোনওখানে যে কোনও সময় যাওয়া যায়। এর আগেও তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ হতো। তাংর সঙ্গে কথা হতো।’’ রবীন্দ্রনাথ বলেন, ‘‘পার্থপ্রতিম জেলা সভাপতি হয়েছে। সৌজন্য-সাক্ষাতে আসবে, এটা স্বাভাবিক বিষয়। ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক দু’টি একেবারেই আলাদা। আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement