Siliguri

Siliguri: পাঁচ লক্ষ টাকার হাতির দাঁত পাচার সন্দেহে শিলিগুড়িতে আটক দুই ব্যক্তি

গোপন সূত্রে খবর পেয়েই ওই কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন জওয়ানরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ২৩:৫৭
Share:

—নিজস্ব চিত্র।

হাতির দাঁত পাচারের অভিযোগে শিলিগুড়িতে আটক দুই ব্যক্তি। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কলেজ মোড় এলাকা থেকে বিএসএফ-এর ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই দুই ব্যক্তিকে আটক করেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়েই ওই কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন জওয়ানরা। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। এর পর ঘোষপুকুর বন বিভাগকে খবর দিয়ে তুলে দেওয়া হয় তাদের হাতে।

আটক দুই ব্যক্তিকে ফাঁসিদেওয়া থানার আটকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় জানা গিয়েছে, তাঁদের নাম নিতুলাল নাগাচিয়া (৫০) এবং বুদু সমাদ (৫৪)। নিতুলাল বাগডোগরার বাসিন্দা আর বুদু থাকেন ফাঁসিদেওয়া এলাকায়। উদ্ধার হওয়া হাতির দাঁতটি নেপালের পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। দাঁতটির বাজার মূল্য অন্তত পাঁচ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement