সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত দুই ভাই। — নিজস্ব চিত্র।
সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু হল দুই ভাইয়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। সোমবার দিনহাটা বড়নাচিনা কুটিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমেছিলেন সাদিকুল হক নামে এক ব্যক্তি। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাহায্যের জন্য চিৎকার করেন। সেই সময় সাদিকুলের দাদা নবীন হক (৩৫) সেপটিক ট্যাঙ্কে নেমে ভাইকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বিষাক্ত গ্যাসের কবলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা এসে তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। নবীন হকের ছেলে মনিরুল হক বলেন, কাজ করতে গিয়ে প্রথমে তাঁর কাকা সেপটিক ট্যাঙ্কে পড়ে যান। পরবর্তী কালে তাঁর বাবা কাকাকে উদ্ধার করতে গিয়েছিলেন। তিনিও সেপটিক ট্যাঙ্কের ভিতর অসুস্থ হয়ে পড়েন। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘দু’জনের মৃত্যু হয়েছে। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’