উদ্ধার হওয়া দুই নাবালিকা। নিজস্ব চিত্র।
পাচারের আগেই দুই নাবালিকাকে উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিউ কোচবিহার স্টেশনে দুই নাবালিকাকে দেখে সন্দেহ হয় রেল কর্মীদের। দীর্ঘ তিন ঘন্টা নজর রাখার পর, তাদের জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ বাড়ে রেল পুলিশের। শেষ পর্যন্ত পাচারকারীর কবল থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
নিউ কোচবিহার স্টেশনের রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকা সরাইঘাট এক্সপ্রেসের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে এক নাবালিকা বলে, ‘‘আমরা কাকুর সঙ্গে স্টেশনে এসেছি।’’ কিন্তু সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দেওয়ার পরেও তাদের সেই ‘কাকু’র সন্ধান মেলেনি। এর পর রেল পুলিশ তাদের নিজের হেফাজতে নেয়। দু’জনের বাড়ির সঙ্গেও যোগাযোগ করা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই দুই নাবালিকা বাড়ি থেকে পালিয়েছিল। এক নাবালিকা পুলিসকে বলেছে, ‘‘কাকু আমাদের কলকাতায় নিয়ে যাচ্ছিল। ওখানে আমাদের সিনেমায় কাজ করে দেবে বলেছিল।’’
রেল পুলিশ দুই নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে। নিউ কোচবিহার স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর রবি কুমার বলেন, ‘‘রেলের পক্ষ থেকে ‘মেরি সহেলি’ নামে একটি দল তৈরি হয়েছে। সেই দল ওই ধরনের কার্যকলাপের উপর নজর রাখে। প্রথমে তারাই ওই দুই নাবালিকাকে চিহ্নিত করে। তাদের সন্দেহ হয়, মেয়ে দু’টিকে পাচার করা হচ্ছে। যে ব্যক্তি তাদের নিয়ে যাচ্ছিল, সে হয়তো দূর থেকেই সব দেখেছে। তাই সে মেয়ে দুটির কাছে আসেনি। ওদের বাড়ি তুফানগঞ্জের বড়কোদালি এলাকায়। মেয়ে দুটি পরিবারে খবর দেওয়া হয়েছে।’’