elephant

Elephants: শুঁড়ে পেঁচিয়ে এ ওকে টানে তো ও একে, দুই হাতির রুদ্ধশ্বাস লড়াই বিন্নাগুড়ির রাস্তায়

চোখের সামনে দু’টি হাতির এমন কাণ্ডকারখানা দেখে তা মোবাইলে বন্দি করেন উপস্থিত ওই সেনাছাউনির আবাসিকরা। দেখুন সেই ভিডিও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৫:৩৪
Share:

দুই দাঁতালের দ্বন্দ্বযুদ্ধ। নিজস্ব চিত্র।

দুই দাঁতাল হাতির রুদ্ধশ্বাস যুদ্ধ। সেই দৃশ্য বন্দি হয়েছে মোবাইলে। এর পর তা নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। এই ঘটনা জলপাইগুড়ির বিন্নাগুড়ির।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, দুটি হাতি একে অপরকে শুঁড়ে জড়িয়ে দ্বন্দ্বযুদ্ধে নেমে পড়েছে। কখনও এ ওকে ঠেলে পিছিয়ে দেয়। কখনও আবার নিজে পিছিয়ে যায় অন্যের ঠেলায়। বিন্নাগুড়িতে রয়েছে সেনাছাউনি। সেই সেনাছাউনির ভিতরেই নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে দু’টি দাঁতাল। চোখের সামনে দু’টি হাতির এমন কাণ্ডকারখানা দেখে তা মোবাইলে বন্দি করেন উপস্থিত ওই সেনাছাউনির আবাসিকরা। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই যুদ্ধের যাঁরা প্রত্যক্ষদর্শী তাঁদের কথায়, এমন দৃশ্য বিরল। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ওই ঘটনা ঘটেছে গত ২৭ মে।

বিন্নাগুড়ির ওই সেনাছাউনিতে মাঝে মাঝেই বন্যপ্রাণী ঢুকে পড়ে। হাতি তো বটেই, বহু বার চিতাবাঘও ধরা পড়েছে সেখানে। বছর দুয়েক আগে এমন ভাবেই দু’টি হাতি নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। তার জেরে একটি হাতির মৃত্যুও ঘটেছিল। পশুপ্রেমীদের অনুমান, নিরিবিলি জায়গা হওয়ায় হাতিদের ছন্দের স্থান ওই সেনাছাউনি। পাশাপাশি সেখানে খাবারের জোগান প্রচুর থাকায় ওই জায়গা হাতিদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, এমনটাও পশুপ্রেমীদের ধারণা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement