arrest

Arrest: মেজাজে ঠিক মিলিটারি! সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ধৃত শিলিগুড়িতে

ধৃতদের প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসওজি। শনিবার তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৮:৫৯
Share:

পুলিশ হেফাজতে ধৃতেরা। — নিজস্ব চিত্র।

সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই বাক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। ধৃত সংযোগ কুমার এবং অনুজ কুমার বিহারের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির সুকনার কাছে ওই দুই বাক্তিকে হাতেনাতে ধরে এসওজি। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ তিন লক্ষ টাকা-সহ বাহিনীর নানা জাল নথি।

Advertisement

ধৃতদের প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসওজি। শনিবার তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, উত্তরপ্রদেশের বাসিন্দা অমিত কুমার ধৃতদের প্রতারণার ফাঁদে পা দিয়েছিল। অমিতের থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে যুবককে শিলিগুড়িতে ডেকে আনেন ধৃতেরা। চাকরির জন্য নগদ তিন লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে দাবি। সেই মোতাবেক অমিত নামে ওই যুবক তিন লক্ষ টাকা সঙ্গে নিয়ে আসেন। শুক্রবার সন্ধ্যায় ওই টাকা ধৃতদের হাতে তুলে দেওয়ার কথা ছিল অমিতের। কিন্তু এসওজি-র হানায় সব ভেস্তে যায়।

সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, ‘‘ধৃতেরা সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে যুবকদের ফাঁদে ফেলেছিল। বলেছিল, তিন লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে। ধৃতেরা ইন্টারভিউও নিয়েছিল। এসওজি খবর পেয়ে তাঁদের গ্রেফতার করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement