jalpaiguri

Jalpaiguri: বাড়ির ইনভার্টারের ব্যাটারিতে জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক পুলিশ কর্মী

ওই পুলিশ কর্মীর নাম বিভূতি দত্ত। জলপাইগুড়ির দেবনগড় এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সহকর্মী সমীর পাল বলেন, সহকারী সাবইনস্পেক্টর পদে ছিলেন বিভূতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২০:০৪
Share:

নিজস্ব চিত্র।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু জলপাইগুড়িতে। ইনভার্টারের ব্যাটারিতে জল ঢালতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর।

Advertisement

ওই পুলিশ কর্মীর নাম বিভূতি দত্ত। জলপাইগুড়ির দেবনগড় এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সহকর্মী সমীর পাল বলেন, সহকারী সাবইনস্পেক্টর পদে ছিলেন বিভূতি।

গতকাল রাতে তাঁর বাড়ির ইনভার্টার মেশিন ঠিক মতো কাজ করছিল না। ইনভার্টারের ব্যাটারিতে জল ঢালতে গিয়েছিলেন তিনি। আর সেই সময়েই ওই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে দেখেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement