থমকে: শুক্রবার তিনধারিয়ায় আটকে টয়ট্রেন। ছবি: স্বরূপ সরকার
অসময়ের শিলাবৃষ্টি অপ্রত্যাশিত আনন্দ উপভোগের সুযোগ করে দিল টয় ট্রেনযাত্রীদের। কিছুক্ষণের শিলাবৃষ্টি বরফে পরিণত হয়ে ঢেকে দিল রেললাইন। তাতে কিছু সময়ের জন্য টয়ট্রেন আটকে পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যেই লাইন পরিষ্কার করে আবার চালানো হয় ট্রেন। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়েছিল শিলিগুড়িতে। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। আবহাওয়া খারাপ হয় দার্জিলিঙেও। তাতেই ট্রেন যাত্রীদের হাতে আসে অপ্রত্যাশিত সুযোগ। দার্জিলিং হিমালায়ন রেলের এক কর্তা বলেন, ‘‘শিলিগুড়ি থেকে দার্জিলিং-গামী টয়ট্রেন ওই সময় তিনধারিয়ার কাছে ছিল। বেশিক্ষণ আটকে থাকতে হয়নি যাত্রীদের।’’
কিছুক্ষণের শিলাবৃষ্টি মুহূর্তের মধ্যেই ঢেকে ফেলে ৫৫ নম্বর জাতীয় সড়ক এবং একইসঙ্গে ন্যারোগেজ লাইনও। বরফের সাদা চাদরে মোড়া এলাকায় থমকে দাঁড়ায় খেলনাগাড়ি। উচ্ছ্বাসে আটখানা ট্রেনযাত্রীরা নেমে পড়েন ট্রেন থেকে। কুড়োতে শুরু করেন তাজা বরফ। গত বছরও এই সময়ই দার্জিলিঙে তুষারপাত শুরু হয়েছিল। এ বছর এখনও দার্জিলিঙে তুষারপাত না হলেও এ দিন বরফের স্বাদ শিলাবৃষ্টিতেই মেটান যাত্রীরা। ডিএইচআর সূত্রে দাবি করা হয়েছে, তুষারপাত বেশি হলে লাইন থেকে গিয়ে অনেক সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তখন বেশি সময়ের জন্য আটকে পড়তে পারে ট্রেন। তবে এ দিন সেরকম কিছু হয়নি। তুষারপাতের জেরে লাইনে খুব অল্প সময়ের জন্য বরফ জমে গিয়েছিল বলে ঝুঁকি না নিয়েই মাত্র কিছুক্ষনের জন্য চলাচল বন্ধ রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বরফ সরিয়ে ফেলা হয়। স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।