জঙ্গলের রাস্তায় হঠাৎ গন্ডার দর্শন। নিজস্ব চিত্র
জঙ্গলের রাস্তা ধরে বেশ এগিয়ে যাচ্ছিল গাড়ি। আচমকাই ব্রেক কষতে হল চালককে। আঙুল তুলে যাত্রীদের সামনের দিকে ইশারা করলেন চালক। পর্যটকরাও একরাশ বিস্ময়ে দেখলেন, সামনে রাস্তা পেরোচ্ছে গণ্ডার! বৃহস্পতিবার গরুমারা অভয়ারণ্যে এমনই দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা।
তখন বিকেল। গরুমারা অভয়ারণ্যের ভিতর দিয়ে পর্যটকদের জিপসিটা এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আচমকাই তাল কাটল। বৃহস্পতিবার জঙ্গল থেকে একটি গণ্ডার বেরিয়ে মূর্তি নদীর সেতু সংলগ্ন এলাকায় চলে আসে। রাস্তা পেরিয়ে ফের জঙ্গলে ঢুকে পড়ে গণ্ডারটি। শীতের মরসুমে পর্যটকদের ভিড় ডুয়ার্সে। হোক না ক্ষণিকের দর্শন। গরুমারার মূল আকর্ষণ গণ্ডার। সামান্য সময়ের জন্য উচ্ছ্বসিত দর্শকরা।
জঙ্গলের রাস্তায় এমন ঘটনার সঙ্গে পরিচিত স্থানীয় বাসিন্দারা। ডুয়ার্সের জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলম যেমন বললেন, ‘‘মাঝে মাঝেই জঙ্গল থেকে বেরিয়ে আসে গণ্ডার। পর্যটকরা এ সব দেখতে পেলে খুব খুশি হন।’’
আরও পড়ুন: চলন্ত বাসের পিছনে বাঁধা কুকুরের দেহ! অমানবিক দৃশ্য দেখল জামুড়িয়া
আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’, ঘরে বসে স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন শয্যাশায়ী বৃদ্ধা