ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ তৃণমূল কর্মীদের

প্রতিষ্ঠা দিবস পালনের দিন থেকেই ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে রাজনৈতিক ভাবে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৮:১৮
Share:

সই সংগ্রহ। নিজস্ব চিত্র।

প্রতিষ্ঠা দিবস পালনের দিন থেকেই ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে রাজনৈতিক ভাবে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। এ দিন ধূপগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড থেকে সেই আন্দোলন শুরু করা হয়। পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিংহের উপস্থিতিতে এই ওয়ার্ড থেকে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। গণস্বাক্ষর সংগ্রহ করা হবে প্রতিটি ওয়ার্ড থেকেই।

Advertisement

ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের অবজার্ভার রাজেশকুমার সিংহ বলেছেন, ‘‘প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি, ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। আমরা ধূপগুড়িকে মহকুমা করার পক্ষে। তাই রাজনৈতিক ভাবে আমরা আন্দোলন শুরু করেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে এই গণস্বাক্ষর করা দাবিপত্র পৌঁছে দেওয়া হবে।’’

প্রসঙ্গত, ধূপগুড়ির বিভিন্ন জায়গায় জাঁকজমকের সঙ্গে পালন করা হয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সকাল সাড়ে ন’টায় ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত ১৬টি ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছিল। এ ছাড়াও ধূপগুড়ির বারঘরিয়া গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement