Drug

জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা গ্রেফতার মাদক পাচারের অভিযোগে, উদ্ধার ব্রাউন সুগার

মিলেছে ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার। যুব তৃণমূল নেতার তিন সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৮:৩৯
Share:

মাদক মামলায় ধৃত যুব তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা। পুলিশ জানিয়েছে, তাঁর থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। বাজারে যার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। যুব তৃণমূল নেতার তিন সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।

শিলিগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, কৌস্তুভ তলাপাত্র, সৌরভ রায়, রাজু মহম্মদ এবং মিস্টার আলি নামে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সৌরভ জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা। তিনি জলপাইগুড়ির পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা। রাজুও জলপাইগুড়ির পিকখানা কলোনির বাসিন্দা। এ ছাড়া সৌরভ থাকেন কালীবাড়ি এবং মিস্টার আলি মালদহের বাসিন্দা। ধৃতদের থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ এও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

যুব তৃণমূল নেতার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠায় অস্বস্তিতে জলপাইগুড়ির জোড়াফুল শিবির। এ নিয়ে জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস অবশ্য বলেন, ‘‘দল অনেক বড়। দলের মধ্যে দু’এক জন খারাপ কাজ করতে পারে। তবে তাদের বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement