Viral

Fish: ক্যানিংয়ের বাজারে নজরকাড়া তেলিয়া ভোলা, ৭৮ কেজির এই মাছের কত দাম উঠল?

শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় বিশাল মাছটি। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১১:৩৬
Share:

ছবি: প্রসেনজিৎ সাহা

সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৭৮ কেজির তেলিয়া ভোলা মাছ। যার দাম উঠল ৩৭ লক্ষ টাকা। বিক্রির সময় ভিড় জমে গেল বাজারে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাজির হতে হয় পুলিশকে।

Advertisement

এই মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনাগাঁ থেকে পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় বিশাল মাছটি। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন তাঁরা। আড়তদার প্রভাত মণ্ডল বলেন, ‘‘এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিং বাজারে আসেনি।’’ ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায় বিক্রি হয়েছে মাছটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement