বাসের ছাদে লাফিয়ে বেড়াচ্ছেন ‘স্পাইডার ম্যান’। রবিবার এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাসস্ট্যান্ডে। ‘মাকড়সা মানুষ’কে দেখতে পেয়ে বাস স্ট্যান্ডে উপস্থিত যাত্রীরাও মেতে ওঠেন আনন্দে।
এক বাসের ছাদ থেকে আর এক বাসে লাফিয়ে চলে যাচ্ছেন ‘মাকড়সা মানুষ’। যেন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে তিনি। আবার কোনও বাসের মাথায় কিছুটা থমকে গিয়ে শুরু করছেন নানা রকম অঙ্গভঙ্গি। কখনও আবার কিছু ক্ষণের জন্য মাটিতে নেমে হাত মিলিয়ে যাচ্ছেন যাত্রীদের সঙ্গে। পর্দার স্পাইডার ম্যানকে হাতের কাছে পেয়ে কেউ কেই আবার নিজস্বীও তুলে নিচ্ছেন। রবিবার সরকারি বাসের ছাদে স্পাইডারক ম্যানের এমন নানা কাণ্ড কারখানার সাক্ষী থাকল দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড।
বাসের উপর উঠে এমন লাফঝাঁপে কিছুটা বিরক্ত দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্মীরা। স্পাইডার ম্যান রূপী ওই ব্যক্তির লম্ফঝম্পের সময় দুর্ঘটনা ঘটতে পারত বলে অনেকে আশঙ্কাও করছেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এক জন বহুরূপী। বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে তিনি অর্থ উপার্জন করেন বলেও পুলিশ জানিয়েছে।