TMC

নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে উত্তরের ‘গুণধর নেতা’কে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

সোমবার রাতে আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝের ডাবরি অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদক-সহ গ্রেফতার করেছিল শামুকতলা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:৫৩
Share:
নেতা রয়েছেন জেল হেফাজতে।

নেতা রয়েছেন জেল হেফাজতে। —প্রতীকী চিত্র।

দলীয় কার্যালয়ের সামনেই নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে আলিপুরদুয়ার জেলার এক অঞ্চল সভাপতি গ্রেফতার হওয়ার পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। আপাতত ওই নেতা রয়েছেন জেল হেফাজতে।

Advertisement

সোমবার রাতে আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝের ডাবরি অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদক-সহ গ্রেফতার করেছিল শামুকতলা থানার পুলিশ। সেই খবর পাওয়ার পরেই অভিযুক্ত নেতাকে দলের যাবতীয় পদ থেকে বহিষ্কার করেছে দল। পুলিশ সূত্রে খবর, ওই নেতার সঙ্গে আরও দু’ই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মাদক-সহ গ্রেফতারের কথা বলেও অভিযুক্ত নেতার ঘনিষ্ঠদের সাফাই, তিনি মত্ত থাকলেও তাঁর সঙ্গে কোনও মাদক পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement