TMC-BJP Conflict

উত্তেজনা গঙ্গারামপুরে, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপের ভাই স্ত্রী মিতালি দাস

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ২৩:২১
Share:

—প্রতীকী চিত্র।

নির্বাচনের দিন ঘোষিত হতেই অশান্ত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বিজেপি এক কর্মীকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম ব্যক্তির নাম জয়দীপ দাস (৪০)। বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। পেশায় গাড়িচালক। তাঁর স্ত্রীরও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বালুরঘাট আসনের প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপের ভাই স্ত্রী মিতালি দাস। সেই থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল-সহ অন্যান্যদের সঙ্গে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। শনিবার সকাল থেকেই আবার নতুন করে অশান্তি শুরু হয় অভিযোগ তৃণমূল কর্মী তরুণ পাল-সহ অন্যান্যরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ নিয়ে বিজেপি কর্মী জয়দীপ প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। শনিবার সন্ধ্যায় প্রচারের শেষে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আহত ওই বিজেপি কর্মীকে দেখতে যান সুকান্ত। এ দিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ব্লক সভাপতি শঙ্কর সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement