TMC

Sitalkuchi: শীতলকুচিতে বিজেপি দফতরে ভাঙচুর, মাটিতে ছুড়ে ফেলা হল বিবেকানন্দের ছবি

বিজেপি-র দফতরে কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবি মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২২:২১
Share:

হামলা হয় শীতলকুচির এই বিজেপি দফতরে। নিজস্ব চিত্র।

শীতলকুচিতে বিজেপি-র দফতরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার ডাকঘরা এলাকায় বিজেপি-র কার্যালয়ে দলের কর্মী সমর্থকরা যখন স্বামী বিবেকানন্দের জন্মদিবস কর্মসূচি পালন করছিলেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপি-র দফতরে কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি বিবেকানন্দের ছবি মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, ‘‘স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিজেপির কর্মী-সমর্থকেরা ডাকঘরা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। কিছু দিন ধরেই ওই দফতরটি বন্ধ ছিল। দফতর খুলে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করা হয়। বিজেপি-র কর্মী এবং নেতারা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী হঠাৎ হামলা চালায়। দলীয় দফতর ভাঙচুর করে।’’ বিধায়কের অভিযোগ, বিজেপি-র জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ বর্মন যখন বাড়ি ফিরছিলেন তৃণমূলের বাহিনী মোটরসাইকেল আটকে তাঁকে নিগ্রহ করে।

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘শীতলকুচিতে বিজেপি-র দলীয় কার্যালয় কে বা কারা ভাঙল, সে বিষয়ে আমার কিছু জানা নেই। বর্তমানে বিজেপির পায়ের তলা থেকে জমি সরে গিয়েছে। তাই তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement