—প্রতীকী চিত্র।
জাল ভোটার কার্ড বানানোর অভিযোগে বুনিয়াদপুর কলেজ মোড় এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করল বংশীহারি থানার পুলিশ। বংশীহারি থানায় গোপন সূত্রে খবর আসে, বুনিয়াদপুর কলেজ মোড় এলাকায় একটি ছোট্ট টিনের দোকানে বসে ল্যাপটপ স্ক্যানার ও প্রিন্টার দিয়ে জাল ভোটার কার্ড বানানোর কাজ করছে তিন দুষ্কৃতী। এই খবর পেতেই বংশীহারি থানার পুলিশ সরাসরি ওই দোকানে হানা দেয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করে মূল তিন অভিযুক্তকে। তাঁদের এক জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর, বাকি দু’জনের বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, সূত্র মারফত জানতে পাওয়ার পরেই পুলিশ অভিযান চালায়। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।