Accident

Accident: রাজ্যসড়কে দুর্ঘটনা, মৃত ৩

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে চালক-সহ সাত জন একটি চার চাকার ছোট গাড়িতে কোচবিহারে থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল।

Advertisement

তাপস পাল

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ০৬:৫৪
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র।

গতিই কেড়ে নিল প্রাণ! মারুগঞ্জ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ সিটিকিবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তিন জন, আহত ৫ জন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটে নাগাদ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে চালক-সহ সাত জন একটি চার চাকার ছোট গাড়িতে কোচবিহারে থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ সামনে চলে আসে একটি বাইক। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ছোটগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি বাড়ির গার্ডওয়ালে ধাক্কা মারে এবং তার পরে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক অজয় বর্মণ (২৫) এবং দুই যাত্রী মনোরা বেওয়া (৬০) ও অঞ্জু বিবির। গাড়িতে থাকা বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয়েরা নিয়ে যান নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কোচবিহারে রেফার কর হয়। খবর পেয়ে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ জানান, ছোট গাড়িটি অত্যন্ত গতিতে ছিল। বিকট শব্দে গাড়িটি পেট্রোল পাম্পের পাশে একটি খালে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রথমে আহতদের নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।জানা যায়, মৃত তিন জনের বাড়ি শীতলখুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Advertisement

আহতদের দেখতে এ দিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন আহতদের দ্রুত উন্নততর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

নিশিগঞ্জ সিটকিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিশিগঞ্জ ফাঁড়ির ট্র্যাফিক ব্যবস্থার পরিকাঠামোর দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ। যত্রতত্র দ্রুতগতিতে নিয়ন্ত্রণহীন ভাবে ছুটে চলা বাইক এবং চারচাকা গাড়ি এই ধরনের দুর্ঘটনার কারণ বলে মনে করছেন অনেকেই।

কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়ি এবং ট্র্যাফিক ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছে পুলিশ। ট্র্যাফিক ব্যবস্থাকে সুচারু রাখতে বেশ কিছু নতুন পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement