ট্রাকটিকে আটক করেছে পুলিশ। — নিজস্ব চিত্র।
কীর্তন শুনে টোটোয় চড়ে বাড়ি ফেরার পথে ঘটল দুর্ঘটনা। তার জেরে মৃত্যু হল ৪ জনের। জখম হয়েছেন ৩ জন। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। নিহতরা প্রত্যেকেই একই পরিবারের বলে জানা গিয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে ট্রাকটিকে।
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ মাথাভাঙার গোপালপুরে ঘটে দুর্ঘটনা। নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৬ নম্বর রাজ্য সড়ক ধরে একটি টোটোয় চড়ে জামালদহের দিকে যাচ্ছিলেন ৭ যাত্রী। সেই সময় পিছন থেকে একটি ট্রাক ওই টোটোটিকে ধাক্কা মারে। এর পর টোটোটিকে সঙ্গে নিয়ে সেটা পড়ে যায় নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসন্তী বর্মণ (৪০) নামে এক মহিলার। আহতদের উদ্ধার করে পাঠানো হয় জামালদহ হাসপাতালে। সেখানে মেনকা বর্মণ (৩৫), অনিতা বর্মণ (৩২) এবং মানসী বর্মণ (১২) নামে ৩ জনকে মৃত বলে জানান চিকিসকেরা। ওই দুর্ঘটনায় অভিজিৎ বর্মণ, রবি বর্মণ নামে ৯ বছরের ২ শিশু এবং প্রশান্ত বর্মণ নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সঞ্জু বর্মণ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘রবিবার রাতে কীর্তনের আসর থেকে বাড়ি ফিরছিল ওই পরিবারটি। সেই সময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে।’’ মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন, হতাহতেরা প্রত্যেকে মাথাভাঙার ভোগরামগুড়ি এলাকার বাসিন্দা। ট্রাকটিকেও পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি। শুরু হয়েছে পুলিশি তদন্ত।