Accident

তিন বাইক আরোহীর মৃত্যু গাড়ির ধাক্কায়, মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে দুর্ঘটনা দিনহাটায়

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দিনহাটা শহর সংলগ্ন পেটলা গ্রাম পঞ্চায়েতের রথবাড়ি ঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তার জেরে বাইকে থাকা ৩ আরোহীরই মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১০:৪১
Share:

নিহতদের দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। — নিজস্ব চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। রবিবার এই ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটার রথবাড়ি ঘাট সংলগ্ন বেসিক মোড় এলাকায়। বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ৩ জনের। পুলিশ দেহগুলি পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দিনহাটা শহর সংলগ্ন পেটলা গ্রাম পঞ্চায়েতের রথবাড়ি ঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তার জেরে বাইকে থাকা ৩ আরোহীর মধ্যে ২ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আর এক জনকে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যান দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। দিনহাটা থানার পুলিশ ৩ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া বাইকটি গোসানিমারির দিকে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন সুব্রত বর্মণ (২৬), নিখিল বর্মণ (২৭) এবং আশুতোষ বর্মণ (২৫)। তাঁরা প্রত্যেকেই সিতাইয়ের ধুমেরখাতা এলাকার বাসিন্দা। পুলিশ গাড়িটিকে আটক করেছে। এ নিয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘‘রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দিনহাটার রথবাড়ি ঘাট বেসিক মোড় এলাকায় বাইক এবং একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।’’ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ নিয়ে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement