Road Accident

রাতের কলকাতায় পথ দুর্ঘটনা, বেপরোয়া গতিতে বাইক এবং লরির পিছনে ধাক্কা ছোট গাড়ির, মৃত ৪

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দেড়টা নাগাদ দমদম পার্কে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, ছোট গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১০:১২
Share:

গভীর রাতে কলকাতায় পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি।

গভীর রাতে কলকাতায় পথ দুর্ঘটনা। রবিবার রাতে দেড়টা নাগাদ দমদম পার্কে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দমদম পার্কে সিগন্যালে ঘটনাটি ঘটেছে। সিগন্যালে একটি লরি দাঁড়িয়েছিল। ঠিক তার পিছনেই ছিলেন এক মোটরবাইক আরোহী। সেই সময় পিছন থেকে ছুটে আসা একটি গাড়ি প্রথমে মোটরবাইকে, তার পর ওই লরির পিছনে ধাক্কা মারে। কেন এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে থাকা ৩ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

সম্প্রতি রাতের কলকাতায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। দিনকয়েক আগেই ঠাকুরপুকুর থানার এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন। ভোরে ডিউটি আসার পথে থানার সামনে তাঁর বাইকে ধাক্কা মারে একটি লরি। যার জেরে মৃত্যু হয় তাঁর। যার কয়েক দিন আগেই চিংড়িঘাটার মোড়েও দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। তার ঠিক আগেই দক্ষিণ কলকাতার সুকান্ত সেতুতে মত্ত অবস্থায় বাইক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল এক তরুণের। সচেতনা সত্ত্বেও মত্ত অবস্থায় বাইক বা গাড়ি চালানোতে রাশ টানা যাচ্ছে না। এ নিয়ে চিন্তিত প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement