গত তিন বছর ধরে রাজ্যে হাইস্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এক বছর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হলেও সেই পরীক্ষারও ফল এখনও প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে রীতিমতো ঢাক বাজিয়ে পথচারীদের মধ্যে কেক, গুড় ও বাতাসা বিলি করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হল শিক্ষা সংগ্রাম মঞ্চ।
মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায় মঞ্চের সদস্য সদস্যাদের ওই আন্দোলন দেখে হতচকিত হয়ে পড়েন পথচারীরা। উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ অগস্ট রাজ্য জুড়ে হাইস্কুল শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেয় রাজ্য সরকার। সেই পরীক্ষারও ফল এখনও প্রকাশ না হওয়ায় এদিন মঞ্চের সদস্যরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কেক কেটে টেটজয়ন্তীও পালন করেন।উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নারায়ণচন্দ্র সরকারের দাবি, শিক্ষক নিয়োগের বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। এক্ষেত্রে তাঁদের কিছু করণীয় নেই।
মঞ্চের জেলা যুগ্ম সম্পাদক শান্তনু মিশ্রের দাবি, শিক্ষিত বেকার যুবকেরা চাকরির দাবিতে একজোট হয়ে মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মঞ্চের তরফে রাজ্য সরকারকে কটাক্ষও করা হচ্ছে না। যেহেতু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঢাক ও গুড় বাতাসার কথা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছিল, তাই এদিনের আন্দোলনকে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দিতে ঢাক ও গুড় বাতাসা ব্যবহার করা হয়।
জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের কথায়, ‘‘মঞ্চের সদস্যরা কী পদ্ধতিতে আন্দোলন করবেন, তা তাঁদের নিজস্ব ব্যাপার। তবে শিক্ষিত বেকাররা ভবিষ্যতে আইনশৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন বলেই আমি আশাবাদী।’’
মঞ্চের নেতাদের বক্তব্য, ২০১২ সালে স্কুল সার্ভিস কমিশন হাইস্কুলের শিক্ষক নিয়োগের জন্য রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেয়, ২০১৩ সালে সেই পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত উত্তীর্ণদের চূড়ান্ত পর্বের পরীক্ষা নিয়ে যোগ্যদের শিক্ষক পদে নিয়োগ করেনি রাজ্য সরকার। ২০১৫ সালে রাজ্য সরকার ফের প্রাথমিক ও হাইস্কুলে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নিলেও, সেই পরীক্ষারও ফল আটকে রয়েছে।