নিজস্ব চিত্র
বাসের ধাক্কায় এক স্কুটিচালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল শিলিগুড়ির ভক্তিনগর। ক্ষোভে বাসটিতেই আগুন ধরিয়ে দিলেন স্থানীয়েরা। ভক্তিনগর থানার শালুগাড়া সেনা ছাউনির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শচীন ছাত্রী। তাঁর বয়স ৩৫।
স্থানীয় সূত্রে খবর, সেবকের বাসিন্দা শচীন ওষুধ কিনতে শিলিগুড়ির দিকে আসছিলেন। সেই সময়েই ওই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীদের দাবি, গ্যাংটক থেকে শিলিগুড়িগামী বাসটি ভুল পথে গিয়ে শচীনের স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শচীনের। এর পরেই স্থানীয়েরা বাসে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। অমর লামা এক স্থানীয় বলেন, ‘‘৩১ নম্বর জাতীয় সড়কের সেনা ছাউনির সামনের রাস্তা দিনে দিনে মরণফাঁদে পরিণত হয়েছে। সঠিক ট্রাফিক ব্যবস্থা না-থাকার দরুন দুর্ঘটনা প্রতিদিনই লেগেই রয়েছ।’’
এই ঘটনার জেরে জাতীয় সড়কের দু’পাশে যানজট তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। এর পর আগুন নিভিয়ে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।