Assam Assembly By-Election 2024

ভোটে জিতে বিজয় মিছিল অসমের প্রার্থীর, ওই রাস্তাতেই সব্জি ‘বিক্রি’ করতে দেখা গেল সাংসদ স্বামীকে!

রাজ্যের যে পাঁচ আসনে উপনির্বাচন হয়েছে তার মধ্যে একটি হল বঙ্গাইগাঁও। এই আসনে প্রার্থী হয়েছিলেন অগপ-র দীপ্তিময়ী চৌধুরি। কংগ্রেস প্রার্থী ব্রজেঞ্জিত সিংহকে ৩৫১৬৪ ভোটে হারিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:৩৯
Share:

(বাঁ দিকে) বঙ্গাইগাঁও আসনে জয়ী প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। (ডান দিকে) দীপ্তিময়ীর সাংসদ স্বামী ফণীভূষণ। ছবি: সংগৃহীত।

দেশের দু’টি রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভার পাশাপাশি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম-সহ ১৫টি রাজ্যের ৪৮টি আসনেও উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার। তার মধ্যে অসমের পাঁচটি আসনও ছিল। অসমের সেই পাঁচটি আসনের সব ক’টিতেই জিতেছে বিজেপি এবং তার সহযোগী দল অসম গণপরিষদ (অগপ)।

Advertisement

রাজ্যের যে পাঁচ আসনে উপনির্বাচন হয়েছে তার মধ্যে একটি হল বঙ্গাইগাঁও। এই আসনে প্রার্থী হয়েছিলেন অগপ-র দীপ্তিময়ী চৌধুরী। কংগ্রেস প্রার্থী ব্রজেঞ্জিত সিংহকে ৩৫১৬৪ ভোটে হারিয়েছেন তিনি। দীপ্তিময়ী জেতার পর তাঁর সমর্থকেরা শহরে বিজয়োৎসব করেন। সেই বিজয়োৎসবে ছিলেন হবু বিধায়কও। যে পথ দিয়ে বিজয় মিছিল যাওয়ার কথা ছিল, সেই পথেই স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন দীপ্তিময়ীর স্বামী তথা বরপেটার সাংসদ ফণীভূষণ চৌধুরী।

কিন্তু সেই বিজয় মিছিল আসতে অনেক দেরি হওয়ায় রাস্তার পাশে এক সব্জি বিক্রেতার দোকানে গিয়ে বসেন সাংসদ। শুধু বসে থাকাই নয়, বিক্রেতা সরিয়ে নিজেই সব্জি বিক্রি করা শুরু করেন। সাংসদকে এমন ভূমিকায় দেখে থ হয়ে যান স্থানীয়েরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেশ কয়েক জন ক্রেতাকে সব্জিও বিক্রি করেন ফণীভূষণ। তার পর স্ত্রী দীপ্তিময়ীর বিজয় মিছিল সেখানে পৌঁছতে তাতে অংশ নেন। অগপ-র শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম ফণীভূষণ। সাদাসিধে এবং সরল জীবনযাপনেই অভ্যস্ত তিনি। কখনও চায়ের দোকান, কখনও আবার স্কুটি নিয়েও ঘুরতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement