তোর্সা নদী বিশেষজ্ঞ কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে মুখ্যমন্ত্রীর কাছে। ভুটান সংলগ্ন জয়গাঁ শহর ও দলসিংপাড়া এলাকা পর্যন্ত নদী ভাঙন রোধ ও পানীয় জলের সমস্যা চূড়ান্ত রিপোর্ট দেবে কমিটি। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে জেলাশাসকের দফতরে বৈঠক করেন তোর্সা নদী বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য তথা আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদ সভাধিপতি মোহন শর্মা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। কমিটি সূত্রে জানা গিয়েছে, গত বছর জয়গাঁ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তোর্সা নদীর ভাঙনের কথা শুনে এই কমিটি গঠন করতে বলেন। মূলত লক্ষ্য, জয়গাঁ উন্নয়ন পর্ষদ এলাকায় তোর্সা নদীর জন্য যে ভূমিক্ষয় হচ্ছে তা রোধ করা। তা ছাড়া ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ৯৭ কোটি টাকা বরাদ্দ করেছেন জয়গাঁ এলাকায় পানীয় জলের জন্য।