Suvendu Adhikari

ডুয়ার্সেও ‘দাদার অনুগামী’দের পোস্টার, রং নিয়ে জল্পনা

গয়েরকাটায় যেখানে শুভেন্দু অনুগামীদের পোস্টার পড়েছে সেখান থেকে গুরুংয়ের সভাস্থলের দূরত্ব বড়জোর ৫ কিলোমিটার। সব মিলিয়ে শীতের রবিবারে সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ডুয়ার্সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১০:৪১
Share:

ডুয়ার্সে শুভেন্দু অনুগামীদের পোস্টার। নিজস্ব চিত্র।

নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি। কিন্তু রাজ্যের একের পর এক প্রান্তে তাঁর অনুগামীদের পোস্টার পড়ায় বিরাম নেই। এ বার ডুয়ার্সে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ‘দাদার অনুগামীরা’ পোস্টার দিলেন। তবে পোস্টারগুলি ছাপার ক্ষেত্রে যে রং ব্যবহার হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগের দিন ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় পোস্টার পড়ল শুভেন্দু অনুগামীদের। রবিবার সকালে একাধিক জায়গায় এই পোস্টারের দেখা মেলে। “দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি” বার্তা দেওয়া সেই পোস্টারে আবার গেরুয়া রঙের আধিপত্য।

ডুয়ার্সের রাজনৈতিক মহলের মতে, এই এলাকায় লোকসভা ভোটেই পরিষ্কার হয়ে গিয়েছে বিজেপির প্রভাব। তবে যে সব পঞ্চায়েত এখন তৃণমূলের হাতে রয়েছে তার নেতা কর্মীরা বেশির ভাগই শুভেন্দু অনুগামী বলে পরিচিত। এখন শুভেন্দু যদি দল বদল করে গেরুয়া শিবিরে পা রাখেন, তাহলে এই অঞ্চলের উপর তার যথেষ্ট প্রভাব পড়বে।

Advertisement

মুখ্যমন্ত্রীর সোমবার শিলিগুড়ি পৌছচ্ছেন। ১৫ তারিখ মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ কোচবিহারে রাসমেলা ময়দানে তাঁর সভা রয়েছে। তার আগে রবিবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা রয়েছে বিমল গুরুংয়ের। গয়েরকাটায় যেখানে শুভেন্দু অনুগামীদের পোস্টার পড়েছে সেখান থেকে গুরুংয়ের সভাস্থলের দূরত্ব বড়জোর ৫ কিলোমিটার। সব মিলিয়ে শীতের রবিবারে সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ডুয়ার্সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement