নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ মালদহে চুটিয়ে নির্বাচনী ভোট প্রচার সারলেন। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা জুড়ে পাঁচটি জনসভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তিনি। রাজ্য সরকারের উন্নয়নের সাফল্য সবিস্তারে তুলে ধরেন সাংসদ সুলতান। তবে নারদ কাণ্ড নিয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি একটিও কথা বলব না। দলের নির্দেশ রয়েছে।’’ নারদ কাণ্ডে অভিযুক্ত অন্য সাংসদ শুভেন্দু অধিকারী, সৌগত রায়, রাজ্যসভার সদস্য মুকুল রায়েরাও পুরোদমে ভোট প্রচার করছেন। শুভেন্দুবাবু, মুকুলবাবুরা একাধিক জনসভা করছেন মালদহে। তবে নারদ কাণ্ডের পর প্রথম এই জেলায় ভোট প্রচারে আসলেন সাংসদ সুলতান। মহিষবাথানি কেন্দ্রেই সুলতানের সভায় যোগ দেন হিন্দি সিনেমার অভিনেতা আসরানি। প্রচারের পাশাপাশি শোলের সংলাপ বলেন তিনি। বিরোধীদের অবশ্য দাবি, নারদ-কাণ্ডে অভিযুক্ত সুলতানকে প্রচারে নিয়ে আসায় তৃণমূলের আখেরে ক্ষতিই হবে। মানুষ কিছুতেই মেনে নেবেন না এত ব়ড় আর্থিক দুর্নীতিতে যুক্ত কোনও নেতার মুখে তাঁর দলকে সমর্থন করার আহ্বান। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।