কলকাতার উদ্দেশে রওনা সুবীরেশ ভট্টাচার্যের। — ফাইল চিত্র।
প্রায় ন’ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বুধবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে দেখা গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। তিনি কলকাতা রওনা দিচ্ছেন কি না তা তাঁকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। সংক্ষিপ্ত উত্তরে সুবীরেশ বলেন, ‘‘হ্যাঁ।’’ আবারও তাঁকে সিবিআই তলব করেছে কি না সেই প্রশ্নের উত্তরে অবশ্য তিনি কিছু জানাননি।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের কোয়ার্টার থেকে বেরোন সুবীরেশ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৫০-এ কলকাতাগামী বিমান রয়েছে শিলিগুড়ি থেকে। সেই বিমান তাঁর ধরার কথা। তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন কি না, এই প্রশ্নের উত্তরে সম্মতি জানিয়েছেন সুবীরেশও। ঘটনাচক্রে, বুধবারই তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।
সিবিআইয়ের মোট ১২ জনের একটি দল বুধবার যায় বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য সুবীরেশকে তারা প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সুবীরেশের কোয়ার্টারেও যায় সিবিআইয়ের দল। তার ২৪ ঘণ্টার মধ্যে সুবীরেশের শিলিগুড়ি থেকে বিমান ধরা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।