— প্রতীকী চিত্র।
সংখ্যালঘু এলাকা তো বটেই, শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলিতেও উপনির্বাচনে নিজেদের ভোট ধরে রাখতে পারেনি বিজেপি। শুক্রবার ফলপ্রকাশের পরে সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্যই।
গত ২৩ নভেম্বর কোচবিহার সিতাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়। যেখানে ১৬ শতাংশের মতো ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কেন্দ্রের শাসক দলকে। সিতাইয়ের পাঁচ গ্রাম পঞ্চায়েত, যেখানে দলের মজবুত সংগঠন রয়েছে সেখানেও ভোট পায়নি বিজেপি। অথচ গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ওই এলাকায় ভাল ভোট পেয়েছিল বিজেপি। তা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। বিজেপির একটি অংশের দাবি, উপনির্বাচনের শুরু থেকেই বিজেপি নেতৃত্বের ভূমিকা ভাল ছিল না। সে জন্যই কর্মীদের মনোবলে চিড় ধরে গিয়েছিল। তার পরেও যাঁরা লড়াই করার চেষ্টা করেছেন, তাঁদের নানা ভাবে ভয় দেখায় শাসক দল। তার পরেও জেলা নেতৃত্ব ওই কর্মীদের সাহস যোগাননি। বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব যদিও তা মানতে নারাজ। বিজেপির
কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘সাধারণ নির্বাচন থেকে উপনির্বাচন আলাদা। উপনির্বাচনে শাসক দল নানা ভাবে ভোটকে প্রভাবিত করে। এ বারের উপনির্বাচনেও তা হয়েছে। এমন পরিস্থিতি থাকবে না।’’
১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে সিতাই বিধানসভা। তার মধ্যে ভেটাগুড়ি ২, মাতালহাট, পেটলা, পুঁটিমারি-২, গোসানিমারি ১ এবং গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে বলে ধরা হয়। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেও ওই ছয় গ্রাম পঞ্চায়েতে ভাল ভোট পেয়েছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি-২ এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। বাকি চারটি গ্রাম পঞ্চায়েতেও বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য জয়ী হয়। লোকসভাতেও ওই গ্রাম পঞ্চায়েতগুলিতে ভাল ফল করে বিজেপি। লোকসভার পরে অবশ্য ভেটাগুড়ি-২ এবং মাতালহাট ফের দখল করে তৃণমূল। এ বার ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ২৫৩৫ টি ভোট। সেখানে তৃণমূল পেয়েছে ৮২৫৫ টি ভোট। পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ১৫০৬টি ভোট, তৃণমূল পেয়েছে ৪৯৭৯ টি ভোট, পেটলায় বিজেপি পেয়েছে ৩৯৯৫টি ভোট, তৃণমূল পেয়েছে ১২৯৯০টি ভোট।
আবার, গোসানিমারি-১ গ্রাম পঞ্চায়েতে ৩৪৬৪ টি ভোট পেয়েছে বিজেপি, সেখানে তৃণমূল পেয়েছে ৯১৩৪ টি ভোট। গোসানিমারি-২ নম্বর অঞ্চলে বিজেপি ১৯২৩ টি ভোট, তৃণমূল পেয়েছে ,৮৫৫৩ টি ভোট। একমাত্র মাতালহাটে চার হাজারের বেশি ভোট পেয়েছে। মাতালহাটে ৪৩৫৮ টি ভোট পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮৬৬২ টি ভোট।