Murder

ডাইনি অপবাদে বল্লম দিয়ে খুন মাকে

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, স্ত্রীর মৃত্যুর জন্য বৃদ্ধা মাকে দায়ী করে ডাইনি অপবাদে লক্ষ্মীরাম তাঁকে খুন করেছে বলে স্বীকার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৫:৪১
Share:

এই ঘরেই পরিবার নিয়ে থাকে লক্ষ্মীরাম। নিজস্ব চিত্র

ডাইনি অপবাদে মাকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ছেলে। সোমবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার সাফানগর এলাকার ঘটনা। অভিযোগ, রবিবার রাতে বাড়িতে সতী হেমব্রমকে (৭০) খুন করে ছেলে লক্ষ্মীরাম। তার পরে বাড়ির পাশে আত্রেয়ী নদীর জলে দেহ ফেলে দেয়। প্রতিবেশীরা জানান, এক মাস আগে লক্ষ্মীরামের স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

Advertisement

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, স্ত্রীর মৃত্যুর জন্য বৃদ্ধা মাকে দায়ী করে ডাইনি অপবাদে লক্ষ্মীরাম তাঁকে খুন করেছে বলে স্বীকার করে। ধৃতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সোমবার নদী থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মাকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুন করে লক্ষ্মীরাম। সোমবার সকাল ১০টা নাগাদ সে কুমারগঞ্জ থানায় আত্মসমর্পণ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাইনি অপবাদেই বৃদ্ধা মাকে খুন করে ছেলে।

Advertisement

এ দিন সকালে তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে বসে কর্মীদের সঙ্গে ত্রাণ বিলি নিয়ে আলোচনা করছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। বিধায়ক জানান, সকাল ৯টা নাগাদ লক্ষ্মীরাম এসে তাঁদের জানায়, সে তার মাকে বল্লম দিয়ে খুন করে দেহ নদীতে ফেলে দিয়েছে। এর পরেই তাকে কুমারগঞ্জ থানায় আত্মসমর্পণ করানো হয়।

ওই ঘটনার ফলে লক্ষ্মীরামের তিন নাবালক সন্তান অভিভাবকহীন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আবেদন জানান সাফানগর তৃণমূলের অঞ্চল সভাপতি আদিত্য বসাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement