car

গ্যারাজে সেনার গাড়িতে এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ, শিলিগুড়িতে জখম চার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শিলিগুড়ির পাঞ্জাবিপাড়া এলাকার একটি গ্যারাজে সেনার গাড়িতে এসির গ্যাস ভরা হচ্ছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৩:৫৬
Share:

এই গাড়িতেই ঘটে বিস্ফোরণ। — নিজস্ব চিত্র।

গ্যারাজে এসির গাড়িতে গ্যাস ভরার সময় আচমকা বিস্ফোরণে জখম হলেন চার জন। বুধবার শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার ঘটনা। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শিলিগুড়ির পাঞ্জাবিপাড়া এলাকার একটি গ্যারাজে সেনার গাড়িতে এসির গ্যাস ভরা হচ্ছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। তার জেরে আহত হয়েছেন চার জন। আহতদের মধ্যে তিন জন গ্যারাজ কর্মী। তাঁরা হলেন সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত বিশ্বাস। জখম হয়েছেন এক সেনা কর্মীও। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর মানিক দের কথায়, ‘‘এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটেছে। এই দোকানের মালিককে আগে একাধিক বার বলেছি লোকালয় থেকে দোকান সরানোর জন্য। কিন্তু, তার পরেও এখানেই গ্যারাজ চালাচ্ছে তারা। এখানে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়।’’

অর্ধেন্দু সাহা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘বহু দিন ধরে বাইরে থেকে বড় বড় গ্যাস সিলিন্ডার নিয়ে এসে এখানে কাজ হচ্ছে। এর আগেও বহু বার আমরা দোকানমালিককে বলেছি, এখান থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু তাতেও কাজ হয়নি। আজ বড় দুর্ঘটনা ঘটল। আমরা আতঙ্কে রয়েছি।’’

Advertisement

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, ‘‘গ্যারাজে সেনার গাড়ির কাজ হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। বেশ কয়েক জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিখিত কোনও অভিযোগ দায়ের হলে অবশ্যই ঘটনার তদন্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement