পর্যটকদের কথা মাথায় রেখে সোমবার থেকে খুলে গেল সান্দাকফুর সিঙ্গালিলা রেঞ্জের টংলু এবং টুমলিং। মাসখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল সিঙ্গালিলা রেঞ্জের টংলু, টুমলিং-সহ সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। এ বার সেই বন্ধ দরজা খুলে দেওয়া হল।
টংলু এবং টুমলিং এখনও তুষারাবৃত। ফলে স্বাভাবিক ভাবেই ওই সব এলাকা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। টংলু এবং টুমলিঙের টানে কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে পৌঁছেছেন পর্যটকরা। এর পাশাপাশি চালু হয়েছে সেখানকার বিখ্যাত ল্যান্ডরোভার পরিষেবাও। মানেভঞ্জন থেকে সান্দাকফু-সহ ফালুট যাতায়াতে ল্যান্ডরোভারই ভরসা পর্যটকদের।
টংলু এবং টুমলিং খুললেও আপাতত বন্ধ রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। তবে ওই জাতীয় উদ্যানের দরজাও পর্যটকদের জন্য খুলে যাবে বলে মনে করা হচ্ছে।