Malda

সিভিক ভলান্টিয়ার, রেশন ডিলারের নামও আবাস-তালিকায়! অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে

দল। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আনন্দবাজার অনলাইনের কাছে দাবি করেছেন, আবাস সংক্রান্ত অভিযোগ সব চেয়ে বেশি এসেছে মালদহ থেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২২:২৫
Share:

কেন্দ্রীয় প্রতিনিধি দল মালদহে। নিজস্ব চিত্র।

কেউ পেশায় সিভিক ভলান্টিয়ার। কেউ আবার রেশন ডিলার। উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে তাঁদেরও! প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্তে মালদহে গিয়ে সেই সব ‘উপভোক্তা’দের বাড়িতে ঢুঁ মারলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যেরা।

Advertisement

আবাস প্রকল্পের অভিযোগের তদন্তে চলতি মাসের শুরুতেই মালদহে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আনন্দবাজার অনলাইনের কাছে দাবি করেছেন, আবাস সংক্রান্ত অভিযোগ সব চেয়ে বেশি এসেছে মালদহ থেকেই। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় দল এল এই জেলায়। বৃহস্পতিবার কালিয়াচক ৩ ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামে যায় তারা। সেখানেই অভিযোগ উঠে, এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের নাম রয়েছে আবাস তালিকায়!

এখানেই শেষ নয়। অনন্তপুর গ্রামে রেশন ডিলার যদুনন্দন দাসের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় ঝা চকচকে পেল্লায় বাড়ি থাকা সত্ত্বেও উপভোক্তাদের তালিকায় তাঁর নাম রয়েছে। যদুনন্দনের পাল্টা দাবি, তিনি কখনও আবাস যোজনার জন্য আবেদনই করেননি।

Advertisement

এ প্রসঙ্গে মালদহের জেলাশাসক নিতিন সিংহনিয়া বলেন, ‘‘গত ডিসেম্বর মাসেই অভিজিৎ পাণ্ডের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু উনিই নয়, ১১ জন অযোগ্যের নাম বাদ গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement