আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা ও অন্যান্য কর্মীরা।
এক কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও বন্ধ হল না স্কুল। পঠনপাঠন চলাকালীন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্কুলে তীব্র চাঞ্চল্য পড়ে গিয়েছে। আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা ও অন্যান্য কর্মীরা।
বিগত কয়েক দিন ধরে জ্বরের উপসর্গ ছিল। পরীক্ষা করাতেই কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে মালদহের মানিকচক এনায়েতপুর হাই স্কুলের প্রধান কেরানি গোপাল চন্দ্র মণ্ডলের। বুধবার স্কুলে আসার পরই ওই খবর জানতে পারেন তিনি।
একটি ভাড়া গাড়ি করে প্রত্যেক দিন স্কুলে আসেন গোপাল ও স্কুলের বেশ কয়েক জন শিক্ষক। গোপালের কোভিড পজিটিভ হওয়ার খবর কর্তৃপক্ষের কানে যেতেন তাঁকে ও ওই বাকি চিকিৎসকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি নজরে রেখে বন্ধ করা হয়নি স্কুল। তবে তড়িঘড়ি স্যানিটাইজ করা হয় অফিস রুম ও স্টাফ রুম।
স্কুলের শিক্ষিকা সুতপা পাল বলেন, ‘‘সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলেছে ক্লাস।’’
জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক বলেন, ‘‘যাঁর কোভিড হয়েছে, তিনি নিভৃতবাসে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।’’